Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ভৌগোলিক অবস্থান

. অবস্থান

১ নং ধনেশ্বরগাতী ইউনিয়ন পরিষদ,শালিখা,মাগুরা । উত্তর দিকে ফটকি নদী, দক্ষিণ দিকে যশোর জেলার বাঘারপাড়া থানা, পূর্ব দিকে তালখড়ি ইউনিয়ন এবং পশ্চিমে বেগবতী নদী ও কালীগঞ্জ উপজেলার কোলা ও জামাল ইউনিয়ন।

. আয়তন 

ধনেশ্বরগাতী ইউনিয়নের আয়তন ৪২.৮৫ বর্গমাইল ।  জনসংখ্যার ঘনত্ব প্রতিবর্গ কিলোমিটারে ২৭২ জন।

. ভূ-প্রকৃতি

ধনেশ্বরগাতী ইউনিয়ন বাংলাদেশের সাম্প্রতিককালের প্লাবন সমভূমির অত্মর্গত ইউনিয়ন।

. ভূ-তাত্ত্বিক গঠন

ধনেশ্বরগাতী ইউনিয়নের মৃত্তিকার পর্যালোচনায় দেখা যায় উপরের অংশ কাদা পলি এবং শুষ্ক পলি রয়েছে। এ অংশে ৫০ ফুট হতে ১৫০ ফুট পর্যন্ত গভীর। পরবর্তী অংশে শুষ্ক পলির সাথে মধ্যমাকৃতির মোটা বালিকনা রয়েছে।

. নৃ-তাত্ত্বিক

ধনেশ্বরগাতী ইউনিয়নে জনগোষ্ঠির তেমন সৃস্পষ্ট নৃতাত্ত্বিক পরিচয় পাওয়া যায় না। ধারণা করা হয় এখানকার জনগোষ্ঠি প্রাচিন দ্রাবিড়, মঙ্গোলীয়, অস্ট্রালয়েড জনগোষ্ঠীর মিশ্রণে সৃষ্টি হয়েছে।

. নদ-নদী

 ফটকি ও বেগবতী ০২ টি ধনেশ্বরগাতী ইউনিয়নের প্রধান নদী।

. মৃত্তিকা

পদ্মা ও তার শাখা নদী দ্বারা বাহিত হিমালয় পর্বতের পলল দ্বারা ধনেশ্বরগাতী ইউনিয়নের মৃত্তিকার উপরের অংশ সূক্ষ্ম বালুকণা পলি এবং কাদা দ্বারা গঠিত। এর নীচের সত্মর অপেক্ষাকৃত মোটা বালুকণা দ্বারা সমৃদ্ধ।

. জলবায়ু  

ধনেশ্বরগাতী ইউনিয়নের  জলবায়ু সমভাবাপন্ন। এখানকার শীতকাল শুষ্ক এবং গ্রীষ্মকাল উষ্ণ ও আর্দ্র। গ্রীষ্মকালে এ জেলার উপর দিয়ে মৌসুমী বায়ু প্রবাহিত হয় এবং তখন সর্বাধিক আর্দ্রতা পরিলক্ষিত হয়। এ সময় প্রচুর বৃষ্টিপাত হয়। মাঝে মধ্যে নভেম্বর-ডিসেম্বরে এখানে বঙ্গোপসাগর থেকে আগত ঘুর্ণিঝড়ের প্রভাবে কয়েকদিন টানা বৃষ্টিপাত হয়। গ্রীষ্মকালে কাল বৈশাখির প্রভাব এখানে স্পষ্ট।

. প্রাকৃতিক দুর্যোগ     

উপকূলীয় অঞ্চলের কাছাকাছি হওয়ায় ধনেশ্বরগাতী ইউনিয়ন বিভিন্ন সময়ে প্রাকৃতিক দূর্যোগের কবলে পড়েছে। সিডর, আম্পান, নার্গিস, আইলাসহ আরো অনেক ঘূর্ণিঝড়ে মাগুরা ক্ষতিগ্রস্থ হয়েছে।  ধনেশ্বরগাতী ইউনিয়নে বিভিন্ন সময়ে প্রলয়ংকারী বন্যা হানা দিয়েছে।  

১০। বিবিধ

বৃক্ষরাজি পরিবেষ্টিত ধনেশ্বরগাতী ইউনিয়নের প্রায় সকল ভূমিই ব্যবহার উপযোগী। আবহাওয়া নাতিশীতোষ্ণ ও আরামদায়ক।